adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার থেকে টিসিব খোলাবাজারে ২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার থেকে সারাদেশে খোলাবাজারে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ক্রেতা সাধারণরা যাতে করে সারাবছর সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে করতে পারেন, সেজন্য নিত্যপণ্যের চাহিদার নিরিখে আগামী এক বছরের অগ্রিম আমদানি কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমাদের এ বছর যে পরিমাণ ছোলা মজুদ আছে, তা দিয়ে আগামী রোজা পর্যন্ত চলে যাবে।

প্রসঙ্গত, পেঁয়াজের দাম ৪০-৫০ টাকায় নেমে আসায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় টিসিবি। বর্তমানে বাজার ভেদে ৫০-৬০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, রপ্তানিকারক দেশগুলোকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে তারা যেন রপ্তানি আদেশ বাতিল না করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া