adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের অন্যতম সেরা ফুটবল দল সাইফ স্পোর্টিংয়ের ওপর ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই। ব্যতিক্রম নয় দেশের ফুটবলও। তবে এই খেলাবিহীন সময়ের মধ্যে নেতিবাচক খবরের শিরোনাম হলো দেশের ফুটবলের অন্যতম সেরা দল সাইফ স্পোর্টিং ক্লাব।
ক্লাবটির ওপর দেশি-বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তিনজন বিদেশি ফুটবলারের পাওয়া পরিশোধ না করায় এই শাস্তির খড়্গ ঝুলেছে কর্পোরেট দলটির ওপর। – রাইজিংবিডি
দুই মৌসুম আগে তিন বিদেশি ফুটবলার- স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচ সাইফ স্পোর্টিংয়ের ট্রায়ালে যোগ দেন। মান ভালো না হওয়ায় তাদের সঙ্গে চুক্তি করেনি ক্লাবটি।
তবে দেনা-পাওয়া নিয়ে সেই তিন ফুটবলার আলাদা আলাদাভাবে ফিফার কাছে অভিযোগ করেছিল। সাইফ স্পোার্টিং যা পরিশোধ না করায় তাদের খেলোয়াড় কেনা বেচায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শনিবার এক ভিডিও বার্তায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘দুই মৌসুম আগে সাইফ স্পোর্টিংয়ের তিন জন খেলোয়াড় তাদের পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে ফিফার কাছে অভিযোগ করে। ফিফা অভিযোগের বিষয়টি নিয়ে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে যোগাযোগ করে। গত দুই বছর ধরে খেলোয়াড়দের দেনা-পাওনা বিষয়ে অনেক পত্র চালাচালি হয়েছে। সাইফও তাদের ব্যাখ্যা দিয়েছে। সকল বিষয় যাচাই বাছাই করে ফিফার ভিআরসি কমিটি এর আগে তাদের সিদ্ধান্ত দেয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়নি সাইফ স্পোর্টিং ক্লাব। আবু নাঈম সোহাগ বলেন, ‘সিদ্ধান্তগুলো সাইফ স্পোর্টিং ক্লাব না মানায় সর্বশেষ গত মার্চ মাসে ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক সাইফ স্পোর্টিং ক্লাবকে ওই তিন খেলোয়াড়কে নির্দিষ্ট পরিমাণ পাওনা ও ক্ষতিপূরণ দেয়ার এবং প্রত্যেকটি কেসের জন্য ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়।’
২৩ মার্চ পর্যন্ত ছিল নির্ধারিত সময়। এরপরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুদিন অপেক্ষা করে। যেহেতু আমাদের বা ফিফার কাছে পাওনা পরিশোধের প্রমাণ আসেনি, তাই আজ আমরা সাইফ স্পোর্টিং ক্লাবকে অফিসিয়ালি জানিয়ে দেই- এই অর্থ পরিশোধের প্রমাণাদি যতদিন পর্যন্ত না পাওয়া যাবে ততদিন তাদের মূল এবং যুবদলের ট্রান্সফারও বন্ধ থাকবে।’
শাস্তির ব্যাপারে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন চৌধুরী বলেছেন, প্রতারণা করে ওই তিন ফুটবলার টাকা আদায় করছে। ঘটনাটিকে নিজেদের জন্য বড় শিক্ষা হিসেবেও মানছেন তিনি। – দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া