adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পিসিবির দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে উমর আকমলের

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার পাকিস্তানের উমর আকমলকে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ পিএসএলের আগে দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করায় এই শাস্তি পেয়েছেন তিনি। তবে এর মাঝেই খবর, শাস্তি কিছুটা কমতে পারে এই ক্রিকেটারের।

পিসিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান বিচারক দ্রুতই বিস্তারিত রায় জমা দেবেন। যেখানে আকমলের তিন বছরের দুর্নীতি দমন নিষেধাজ্ঞার কিছুটা স্থগিত করতে পারে। – দ্য ডন

সোমবার লাহোরে অবসরপ্রাপ্ত বিচারপতি মিরান চৌহানের নেতৃত্বাধীন প্যানেলেন সামনে শুনানির জন্য হাজির হতে হয়েছিল উমর আকমলকে। এরপরই তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পিটিআইকে পিসিবির সূত্র জানিয়েছে, ‘তিন বছরের নিষেধাজ্ঞা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে। তবে বিস্তারিত নির্দেশ এখনও পাওয়া যায়নি। উমরের তিন বছরের নিষেধাজ্ঞার মধ্যে দু’বছর বা তার কাছাকাছি কিছু কমানো হতে পারে।

বিস্তারিত রায়ের অনুলিপি পাওয়ার ১৪ দিন পর প্যানেলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনও করতে পারবেন উমর আকমল। – পিটিআই

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া