adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের অ্যামেক্স স্টেডিয়াম নভেল করোনাভাইরাস পরীক্ষার স্থান

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের অ্যামেক্স স্টেডিয়ামকে নভেল করোনাভাইরাস পরীক্ষার স্থানে ‘রূপান্তর’ করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে রোববার জানানো হয়, তাদের মাঠে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পরীক্ষা কার্যক্রম চলবে।
করোনাভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করায় গত ১৩ মার্চ থেকে ইংল্যান্ডে সব ধরনের ফুটবল স্থগিত। সেই থেকে দেশটির কয়েকটি স্টেডিয়ামকে এভাবে করোনা টেস্টের স্থান বানানো হয়েছে। টটেনহ্যাম তাদের নতুন স্টেডিয়ামকে চিকিৎসা সেবার কাজে ব্যবহারের অনুমতি দিয়েছে। এর আগে বিখ্যাত এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামেও একই ব্যবস্থা করা হয়।
অ্যামেক্স হবে এই অঞ্চলের সবচেয়ে বড় পরীক্ষার স্থান, মন্তব্য করে ব্রাইটনের প্রধান নির্বাহী পল বারবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে বলেন, দেশকে রক্ষা করতে এই মুহূর্তে এটিই আমাদের সঠিক মনে হয়েছে।

ব্রাইটন জানিয়েছে, স্টেডিয়ামে প্রাথমিকভাবে সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের পরীক্ষা হবে। এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে। – দেশরূপান্তর
কয়েক দিনের ভেতরে মাঠটিতে প্রতিদিন ১ হাজার মানুষ পরীক্ষা করাতে পারবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯৬ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা এখন ১৬ হাজার ৬০।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোববার বিকেলে জানানো হয়েছে, দিনভিত্তিক মৃত্যুর হিসাবে সংখ্যা কিছুটা কমছে। ভুক্তভোগীদের অধিকাংশের বয়স ৩৪ থেকে ১০৪। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানানো হয়েছে, ব্রিটেনে মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে সামনের কয়েক সপ্তাহে। -ডেইলি মেইল/দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া