adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯৬ ভাগ শ্রমিক বেতন পেয়েছে -বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক কারখানার মোট শ্রমিকদের এখন পর্যন্ত ৯৬ ভাগেরই বেতন পরিশোধ করা হয়েছে। শ্রমিকদের মজুরি পরিশোধের হালনাগাদ তথ্যে এমন দাবি করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ।

শনিবার (১৮ এপ্রিল) পাঠানো এ তথ্যে দাবি করা হয়, মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের মজুরি পরিশোধ করা হয়েছে যা শতকরা হিসাবে ৯৫ দশমিক ৮৯ ভাগ।

এতে আরও বলা হয়, মোট২ হাজার ২২৭টি কারখানার মধ্যে ২ হাজার ৭১টি কারখানায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়েছে যা মোট কারখানা হিসাবে শতকরা ৯১ দশমিক ০৭ ভাগ।

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রুখতে সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে পোশাক কারখানাগুলো। এই ছুটির মধ্যে ১৬ এপ্রিলের মধ্যে কারখানাগুলোকে শ্রমিকদের মজুরি পরিশোধে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। তবে গত কয়েক দিন বকেয়া বেতনের দাবিতে এবং ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া