adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লা লিগা শুরু হতে পারে জুলাইয়ে, দাবি সম্প্রচার কর্তৃপক্ষের

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা স্পেনের শীর্ষ লিগ লা লিগা জুলাইয়ের দিকে ফের মাঠে গড়াতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রতিযোগিতাটির সম্প্রচার সহযোগীর প্রধান।

করোনাভাইরাসে আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি, মৃতের সংখ্যা ৮ হাজার দুইশোর কাছাকাছি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় লা লিগার সম্প্রচার সহযোগীদের প্রধান নির্বাহী জুমে রুরেসের বিশ্বাস, জুলাই নাগাদ খেলা আবার শুরু করা যেতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপেকে মঙ্গলবার রুরেস বলেন, “আমি আশা করি, জুলাইয়ে ফুটবল মাঠে ফিরবে। আমি জুলাইয়ের কথা বলব। কেননা অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রত্যেকের স্বাস্থ্যের ব্যাপারটা অবশ্যই নিশ্চিত করতে হবে। – কাদেনা কোপে

জুলাইয়ের দিকে শুরু হলেও ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে হবে বলে জানালেন রুরেস। নিশ্চিতভাবে দর্শকশূন্য হয়ে ফিরবে লিগ।
লা লিগা শেষ হতে এখনো বাকি ১১ রাউন্ডের খেলা। ২৭টি করে ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।- মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া