adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ গভর্নররা বললেন – হয় নেতৃত্ব দিন, নয়তো রাস্তা ছেড়ে দাঁড়ান

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ দেশটির অঙ্গরাজ্য এবং স্থানীয় প্রশাসনের নেতৃত্বরা। খবর আলজাজিরা।

করোনা সংকটে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে হতাশ হয়ে পড়েছেন অনেক মার্কিন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। সেখানকার গভর্নর অ্যান্ড্রু কুওমো জানান, নিউইয়র্কে ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই মুহূর্তে চিকিৎসা সামগ্রী প্রয়োজন। পুরো অঙ্গরাজ্য জুড়ে হাসপাতালগুলোতে হাহাকার পড়ে গেছে। দেশজুড়ে অন্যান্য গভর্নরদের সঙ্গে আমি কথা বলেছি, তারা একই পরিস্থিতিতে আছেন।’

কুওমো জানান, এখন একটি সিদ্ধান্ত জীবন ও মৃত্যু মধ্যে পার্থক্য করে দেবে।

ইলিনয়িসের গভর্নর জে বি প্রিজকার টুইটে বলেন, ‘আপনি (ট্রাম্প) এই মুহূর্তে মূল্যবান দিনগুলো নষ্ট করছেন। এখনও আমেরিকান এবং ইলিনয়িসবসীদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেননি।’

তিনি বলেন, ‘রোগী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কোথায়? স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তামূলক পোশাক কোথায়? পেছনের আসনের বসে বদমেজাজ না দেখিয়ে জাতীয় সংকটে আপনার নেতৃত্ব দেয়া উচিত।’

প্রিজকার বলেন, ‘সময়টি দায়িত্বশীল মানুষদের জন্য, এ নয় যে সার্কাসের লোকের মতো আপনি সস্তা আসনে বসে টুইট করে যাবেন। হয় আপনি কাজ করুন নয়তো রাস্তা থেকে সরে দাঁড়ান।’

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৯৩ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ১০৪৪ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের মারা গেছে ৬১০ জন। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সব কটিতেই করোনা ছড়িয়ে পড়েছে। পুরো দেশ তিন সপ্তাহের জন্য লকডাউন করে দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া