adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন নিয়মে বড় দরপতন থেকে রক্ষা

ডেস্ক রিপাের্ট : সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্কিট ব্রেকারের নতুন নিয়মে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

আজ রোববার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২১ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৮৩ লাখ ২৭ হাজার টাকা। লেনদেন হওয়া মোট ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ২০৯টির এবং অপরবর্তীত রয়েছে ৩১টি শেয়ার বা ইউনিট দর।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা।

প্রসঙ্গত, পুঁজিবাজারে বড় দরপতন ঠেকাতে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে। তাই টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া