adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক হাজার কোটি টাকায় কেনা ‘বেল’ ফ্রিতে ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ

স্পাের্টস ডেস্ক : করোনায় স্থবির পুরো বিশ্ব। তার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এর মাঝেই স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের দলবদলের গুঞ্জন। স্পেনের সংবাদ ‘মার্কা’ জানিয়েছে, ওয়েলশের তারকা ফুটবলার গ্যারেথ বেলকে নতুন মৌসুমের শুরুতে বিনামূল্যেই ছেড়ে দেয়ার কথা ভাবছে রিয়াল।

২০১৩-১৪ মৌসুমে তৎকালীন রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার কোটি টাকা) টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেল। তবে যে জন্য তাকে নিয়ে আসা হয়, সেই পারফরমেন্সের অর্ধেকও মাঠে দেখাতে পারেননি। বেশিরভাগ সময়ই কেটেছে হাসপাতালের বিছানায় ইনজুরির সঙ্গে লড়াই করে।

কয়েক মৌসুম ধরেই বেলকে ছেড়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে স্পানিশ এই ক্লাবটি। চলতি মৌসুমের শুরুতে চাইনিজ ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিলো। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে যায় সব। তখন আবার গো ধরেন বেল, রিয়ালে তার চুক্তির পূর্ণ মেয়াদ কাটিয়েই তবে দল ছাড়বে। রিয়ালের সঙ্গে বেলের বর্তমান চুক্তি ২০২১-২২ মৌসুম পর্যন্ত।

কিন্তু দলের কোচ জিনেদিন জিদান আর ধৈর্য্য ধরতে পারছেন না বেলের ওপর। জিদানের পরামর্শেই নতুন মৌসুমের শুরুতে ১ হাজার কোটি টাকা দিয়ে কেনা বেলকে ফ্রিতে বিক্রি করে দেয়ার কথা ভাবছে রিয়াল। তবে বেল এখনও চান, চুক্তির শেষ দুই বছরও রিয়ালে থাকতে।

এর আগে ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ার পর গুরুদায়িত্ব পড়েছিলো বেলের ওপরেই। কিন্তু তিনি সেটি পূরণ করতে পারেননি। পারবেনই বা কী করে? বেশিরভাগ সময়েই তো থাকেন মাঠের বাইরে। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে লিগে গোলের দেখা পাননি বেল। চলতি বছরের আড়াই মাসে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। – মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া