adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হুগলি নদীতে দেশটির একটি জাহাজের সঙ্গে বাংলাদেশি জাহাজের ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে মাঝ নদীতেই ডুবে গেছে বাংলাদেশের পণ্যবাহী জাহাজটি। দুর্ঘটনার শিকার বাংলাদেশি জাহাজের নাম ‘এমভি মমতাময়ী মা’ বলে জানা গেছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কলকাতা পোর্ট ট্রাস্টের মালিকানাধীন একটি জাহাজের সঙ্গে মাঝ নদীতে বাংলাদেশি জাহাজের ধাক্কা লাগে। বজবজ থেকে রওনা হওয়ার পর মহেশতলার আক্রা এলাকায় জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনার শিকার জাহাজটিতে ফ্লাই অ্যাশবোঝাই থাকায় নদীতে ডোবার সময় সেখান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। তখন আরও একটি বাংলাদেশি জাহাজ এসে লাইফ জ্যাকেটের সাহায্যে দুর্ঘটনার শিকার আরোহীদের উদ্ধার করে। ভয়াবহ এই সংঘর্ষের জেরে বাংলাদেশি জাহাজের ওপর পড়ে আহত হয়েছেন একজন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বাংলাদেশের জাহাজ ‘এমভি মমতাময়ী মা’ ও ‘এমভি সানি-১ সিইএসসি’ ফ্লাই অ্যাশ নিয়ে বজবজ থেকে বাংলাদেশের দিকে রওনা হয়েছিল। তখন বিপরীত দিক থেকে কলকাতা বন্দরের দিকে ঢুকছিল পোর্ট ট্রাস্টের বড় একটি জাহাজ। পরবর্তীকালে মহেশতলার আক্রা এলাকায় পোর্ট ট্রাস্টের জাহাজটির সঙ্গে বাংলাদেশি জাহাজটির ধাক্কা লাগে। এতে পোর্ট ট্রাস্টের জাহাজটির তুলনায় ‘এমভি মমতাময়ী মা’ বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ডুবন্ত অবস্থাতেই পাড়ের দিকে ফেরার চেষ্টা করে জাহাজটি। তবে স্রোতের টানে বেশি দূর আসতে ব্যর্থ হয় তারা। উদ্ধারকারী দল তখন সেখানে গিয়ে জাহাজ দুটিকে বাঁচানোর চেষ্টা করলেও ‘এমভি মমতাময়ী মা’ ধীরে ধীরে ডুবতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেটি পানির নিচে তলিয়ে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া