adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেলাে বাবা-মেয়েসহ ৬ জন

ডেস্ক রিপাের্ট : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী বাবা-মেয়ে ও দাদা-নাতিসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগড়াই গ্রামের খলিল মিয়ার ছেলে সিএনজি চালক হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০) ও তার নাতি একই গ্রামের হাশেম আলীর ছেলে আশরাফুল (১০), ঘাগড়াাই গ্রামের কিন্ডার গার্টেন শিক্ষক আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন (৩৫), কুড়াতলী গ্রামের হাফিজ উদ্দিন (৬৫) ও তার মেয়ে রুনু আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কে বাশতৈলগামী মাটিভর্তি দ্রুতগতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজির চালক হৃদয় ও যাত্রী আশরাফুল ঘটনাস্থলে মারা যান।

আহত সোনাম উদ্দিন, জাকির হোসেন, হাফিজ উদ্দিন ও রুনু আক্তারকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সোনাম উদ্দিনের মৃত্যু হয়।

বাকিদের হাসপাতালে মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত কুড়াতলী গ্রামের আনোয়ার কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাইভেটকারের চালক রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ওভারটেক করার সময় ধাক্কা দেয় এবং প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

এ ব্যাপারে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া