adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না, নিশ্চিত করলেন পিসিবি সভাপতি

স্পাের্টস ডেস্ক : এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না।

তবে পাকিস্তানের আয়োজনে এশিয়া কাপের আসর বসবে নিরপেক্ষ ভেন্যুতে। অর্থাৎ, আসরে স্বাগতিক দেশের মর্যাদা পাবে পাকিস্তানই। এবার তাই অপেক্ষা- নিরপেক্ষ ভেন্যু কে হবে তা দেখার।

এ বছরই মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। আয়োজনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তান এই আসর আয়োজনের কথা থাকলেও ভারতের অনড় অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান।

এশিয়া কাপের গত আসর ভারতে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আপত্তিতে আরব আমিরাতে আয়োজিত হয়, যার আয়োজক ছিলো ভারত। এবার একই পন্থা অবলম্বন করছে পাকিস্তান। ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে নারাজ। এমনকি দিয়ে রেখেছে বর্জনের হুমকিও। পাকিস্তান তাই সংঘর্ষ এড়াতে নিরপেক্ষ ভেন্যুতে আসর আয়োজন করবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি বলেন, আমরা যদি এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের ব্যাপারে জোরালো অবস্থান নিই, তা হলে ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে না। এরপর ভারতীয় বোর্ড এ নিয়ে কী বললো তা নিয়ে অবশ্য আমরা মোটে চিন্তিত নই। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব তাই পাকিস্তানের উপরই থাকছে। তবে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।

নিরপেক্ষ ভেন্যু বাছাই করতে হলে এগিয়ে থাকবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের নাম। তবে করোনাভাইরাস আতঙ্কে আরব আমিরাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সভাই বসতে পারেনি। এই বিষয়টি ভেবেই তাই নিরপেক্ষ ভেন্যু চূড়ান্তের সিদ্ধান্ত নিতে হবে এসিসি ও পিসিবিকে।-বিডি ক্রিকটাইম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া