adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার জিম্বাবুয়েকে হারালেই অধিনায়ক হিসাবে অর্ধশত ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আজ। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি মাশরাফি সেনারা জিতে গেলে হোয়াইটওয়াশে বদনাম নিয়ে চলে যেতে হবে জিম্বাবুয়েকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ১টায় খেলা শুরু হবে। শেষ ম্যাচটি হবে বিশেষ করে মাশরাফির জন্য নাটকীয়তায় ভরা।

আজ তিনি ঘোষণা দিয়েছেন অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটিতে হবে তার শেষ অধিনায়কত্ব। আফ্রিকার এই দলটি হোয়াইটওয়াশ হলে অধিনায়ক হিসাবে শেষ ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে মাশরাফির কাছে। সেই সঙ্গে ৫০টি ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন তিনি।

নড়াইল এক্সপ্রেসের অধীনে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ২০১৯ বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জিতে মাশরাফি বাহিনী। তিনি এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন। দুইটি বিশ্বকাপেও তিনি নেতৃত্বে ছিলেন। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও তার।

৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯টি ম্যাচে। আজ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরির অপেক্ষায় টাইগার দলপতি। ক্যারিয়ারে তিনি এ পর্যন্ত ২১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। জয় পেয়েছেন ৯৬টি। সম্পাদনা : ভিকটর রোজারিও

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া