adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ সাইক্লিং ফেডারেশনের সভাপতির পদ ছাড়লেন মুনীর

নিজস্ব প্রতিবেদক :কয়েক দিন আগে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক স্টান্ট সাইক্লিংয়ের লোগো উম্মোচন করেন শফীউল্লাহ আল মুনীর। ওই অনুষ্ঠানেই সাইক্লিং নিয়ে নানা স্বপ্নের কথা জানিয়েছেন ফেডারেশন সভাপতি। তিনিই কিনা গতকাল হঠাৎ পদত্যাগ করলেন।

জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেলের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুনীর। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। দীর্ঘ দিন ধরেই অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল সাইক্লিং ফেডারেশন। আগের কমিটি ভেঙ্গে ২০১৭’র ১৫ই ফেব্রুয়ারি সাইক্লিংয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর এক বছর পর ২০১৮ সালের ১০ই মে সাবেক হুইপ ও সভাপতি মিজানুর রহমানকে সরিয়ে সভাপতি করা হয় শফিউল্লাহ আল মুনীরকে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক স্টান্ট সাইক্লিংয়ের লোগো উন্মোচন করা হলেও তাতেও সাড়া ছিল না। বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণ দেখিয়ে সেই টুর্নামেন্ট স্থগিত করে সাইক্লিং ফেডারেশন। গত এসএ গেমসেও পদকবিহীন ফিরেছিল সাইক্লিং।

এসব নিয়ে চাপে থাকা মুনীর প্রতিমন্ত্রী বরাবর দেয়া পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘বর্তমানে আমার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর বিধায় আমি আমার দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারছি না। আমার এহেন শারীরিক অবস্থার জন্য সাইক্লিং ফেডারেশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যতটুকু সময় দেয়া প্রয়োজন তা আমার জন্য নির্বাহ করা খুব কষ্টকর হয়ে পড়েছে। তাই ফেডারেশনের সভাপতির পদ থেকে আমাকে অব্যাহতি দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবিনয় অনুরোধ করছি।
এদিকে গত বছরের অক্টোবরে সাবেক চীফ হুইপ ও সাংসদ আ স ম ফিরোজকে সভাপতি এবং আবদুল কুদ্দুস বাবুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের একটি প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটির তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা পড়েছে বলে জানা গেছে। যা প্রতিমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া