adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হবেন শুভ, শেখ হাসিনার চরিত্রে ফারিয়া

বিনোদন ডেস্ক : বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং তার কন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

শুরুর আগেই তুমুল আলোচিত এ বায়োপিকে শুভ ও ফারিয়ার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসিমিন।

গত ১ মার্চ তার স্বাক্ষরিত যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়, তাতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে কাজ করবেন এমন ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়।

ওই প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে আরিফিন শুভ এবং শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার নাম নিশ্চিত করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকবেন তৌকির আহমেদ।

তাদের বাইরে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করবেন; খন্দকার মোশতাকের ভূমিকায় ফজলুর রহমান বাবু, পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, তফাজ্জল হোসেন মানিক মিয়ার চরিত্রে তুষার খান, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ, খায়রুল আলম সবুজ অভিনয় করবেন বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে, একে ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, শওকত মিয়ার চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, জেনারেল ওসমানীর চরিত্রে খন্দকার হাফিজ হবেন, আবুল কালাম আজাদাকে দেখা যাবে জেল গার্ডে চরিত্রে, জান্নাতুল সুমাইয়া শেখ হাসিনার বড় বয়সের চরিত্রে অভিনয় করবেন। এর বাইরে ছোট রেনু হবেন দীঘি, বড় রেনুর চরিত্রে তিশা আর শতাব্দী ওয়াদুদ পাকিস্থানী সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া