adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরােজপুরে বিচারক বদলির ঘটনায় মন্ত্রীকে দুষলেন সেই আউয়াল

ডেস্ক রিপাের্ট : পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল অভিযোগ করেছেন: আইনগতভাবে জামিন পাওয়ার অধিকার থাকলেও বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হস্তক্ষেপে বিচারক প্রথমে আমার ও আমার স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

বুধবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন একেএমএ আউয়াল। সেখানে তার স্ত্রী লায়লা পারভীনসহ তাদের আইনজীবী এবং আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিষেদাগার করেন।

এর আগে মঙ্গলবার একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার পর দুপুর ১২টার দিকে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ওই আদালতের বিচারক মো. আব্দুল মান্নান।

এর সাতে তিন ঘণ্টা পর ওই বিচারককে তাৎক্ষণিক বদলি করে যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে বিকেলে একেএমএ আউয়ালের আইনজীবীরা তার জামিনের বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন তা মঞ্জুর করে বিকেল ৪টার দিকে আউয়াল দম্পতিকে জামিন দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া