adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে জনগণের দুঃখ-দুর্দশা ও কষ্ট বুঝতে পারে না- বললেন মির্জা ফকরুল

নিজস্ব প্রতিবেদক |: বিদ্যুৎ ও পানির দাম সামান্য বাড়ানো হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে জনগণের দুঃখ-দুর্দশা ও কষ্ট বুঝতে পারে না।

মির্জা ফখরুল বলেন, ‘তারা এমন পর্যায়ে চলে গেছে যে তাদের (আওয়ামী লীগ) লোকজনের ঘর থেকে, গোডাউন থেকে হাজার হাজার, শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ব্যথা-বেদনা ও কষ্ট বোঝার শক্তিও নেই।’

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে রবিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে কোনো প্রশ্নই নয়।’

‘সমস্যাটা হচ্ছে এই আওয়ামী লীগ যেহেতু জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্যই জনগণের ব্যথা-বেদনা, দুঃখ-দুর্দশা ও কষ্ট তারা বুঝতে পারে না। আমরা বহুবার বলেছি- এই দলটি এখন দেউলিয়া হয়ে গেছে’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যেটাকে উনি (ওবায়দুল কাদের) সামান্য বলছেন, এটা যে একজন সাধারণ মানুষের জন্য কত অসামান্য সেটা বোঝার শক্তিও উনার নেই। এখন কানাডার বেগমপাড়ায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, নিউইয়র্কে বাড়ি- এগুলোই তাদের প্রায়োরিটি (অগ্রাধিকার)।’

এ সময় তিনি বলেন, ‘আজকে যে সরকার অবৈধভাবে জনগণের কোনো ম্যান্ডেট না নিয়েই জোর করে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে আছে, তারা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে অত্যন্ত সচেতনভাবে। সচেতনভাবেই বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করার চেষ্টায় তারা।’

খালেদা জিয়ার জামিন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করছি। সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেত্রীকে আটকে রেখেছে। প্রাপ্য জামিন তারা দিচ্ছে না।’

এ সময় মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব উদ্দীন, সদস্য সচিব আবদুর রহিমসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া