adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরিয়ায় তুর্কি সামরিক বহরে বিমান হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি সামরিক বহরে হামলা চালিয়েছে সিরিয়া কিংবা রাশিয়ার বিমানবাহিনী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই হামলা চালানো হয়। এতে তুরস্কের ৩ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, বৃহস্পতিবার বিকালে তুর্কি সামরিক বহরে বিমান হামলা চালিয়েছে সিরিয়া কিংবা রাশিয়া। তবে ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ উঠেছে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিদ্রোহীদের কাছে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের উদ্দেশে যাচ্ছিল তুর্কি সামরিক বহর। ফলে সেই বহরে বিমান হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে হামলায় তিন তুর্কি সেনা নিহতের খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় তিনি জানান, সিরিয়া পরিস্থিতি তুরস্কের পক্ষেই এগোচ্ছে।

আরও পড়ুন : ইরানে হামলা চালাতে সব শক্তি এক করছে ইসরায়েল

হামলায় নিহত তিন সেনা সম্পর্কে এরদোগান বলেন, হামলায় আমাদের তিন সেনা সদস্য শহীদ হয়েছেন। তবে সিরিয়া সরকারেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। আমাদের চেয়ে তাদের ক্ষতির পরিমাণ বেশি।

প্রসঙ্গত, সিরিয়ায় সংঘর্ষের একপক্ষে রয়েছে রাশিয়া সমর্থিত দেশটির ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকার। অন্যপক্ষে রয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। দুই পক্ষের এই সংঘর্ষে গত একমাসে ২১ তুর্কি সেনা নিহত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া