adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার বিকালে দেশে ফিরছে বিশ্বকাপজয়ী জুনিয়র টাইগাররা, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের খেলাধুলার ইতহাসে সবচেয়ে বড় অর্জন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়। গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনাল ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশাল অর্জন নিয়ে বুধবার দেশে ফিরছে সোনার ছেলেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তুত তাদের বরণ করে নিতে।

কথা ছিলো সকাল সাড়ে ৮টায় বাংলাদেশে এসে পৌঁছাবে বিশ্বকাপজয়ী দল। তবে সময়ে কিছুটা পরিবর্তন এসেছে। এদিন বিকেল ৫টায় দেশের মাটিতে পা রাখবে আকবর আলীর দল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পাতেও পরিবর্তন আনা হয়েছে।

গত সোমবার বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সকালে বিমানবন্দরে দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সরাসরি বিসিবিতে নিয়ে আসা হবে। সেখানে পুরো দলকে বিশ্রামের সুযোগ দিয়ে পরবর্তীতে দুপুরের খাবার একসাথে সারবে সবাই।

দল দেরিতে পৌঁছানোর কারণে নিজেদের পরিকল্পনাতে খানিক পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিসিবি। এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে দলকে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসা হবে। পরে তারা সংবাদ সম্মেলনে কথা বলবেন।

এরপর যতো তাড়াতাড়ি সম্ভব প্রতিটি খেলোয়াড়কে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। কালকে তারা বিসিবিতেই আছে, তারপরও কেউ কেউ চলে যাবে। যারা ঢাকাতে আছেন তারাতো রাতেই চলে যাবেন। বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া