adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা নজরুল ইসলাম খান ‘লজ্জিত’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে কার্যকর কোনো আন্দোলন গড়তে না পারায় ‘লজ্জিত’ দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে যে ধরনের আন্দোলন গড়ে তোলার দরকার, তা পারিনি। আমরা এ কারণে লজ্জিত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে ২০-দলীয় জোটের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০-দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি দেবে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, খুন হয়েছেন, এলাকা ছাড়া হয়েছেন। এরপরও কেউ দল ত্যাগ করেননি, আন্দোলন থেকে সরে দাঁড়াননি। দেশের মানুষ কখন জেগে ওঠে তা বোঝা মুশকিল, জনগণ অধিকারের জন্য কাউকে ছাড় দেয় না।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য দেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাপার মহাসচিব মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, এনপিপির ফরহাদুজ্জামান ফরহাদ, জমিয়তে ওলামায় ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া