adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পিনাক ও আফিফের ব্যাটে ঘুরে দাঁড়াল পূর্বাঞ্চল

স্পোর্টস ডেস্ক : কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮২ রান করেছে দক্ষিণাঞ্চল।
জবাবে প্রথম ইনিংসে ৩০৬ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩২৩ রান করেছে পূর্বাঞ্চল। শেষ দিনের আগে ১৪৭ রানের লিড পেয়েছে তারা।

আগের দিন ৫ উইকেটে ২৭০ রান করা পূর্বাঞ্চল তৃতীয় দিনের শুরুতে অলআউট হয়। নাসির হোসেন (২৮), জাকির হাসানরা (২৫) কেউই বেশি অবদান রাখতে পারেননি। দক্ষিণাঞ্চলের হয়ে ৫ উইকেট নেন মেহেদী হাসান। তিন উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় ইনিংসে পিনাক ঘোষের সেঞ্চুরিতে বেশ সাবলীলভাবে ফলো অন কাটিয়ে উঠে পূর্বাঞ্চল। পিনাক সেঞ্চুরি করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২৭ বলে ২৮ রান করে রান আউটের শিকার হন তিনি।

এ ছাড়া ইয়াসির আলী (৩), ইমরুল কায়েস (১৬) ও নাসির হোসেনরাও (২২) এদিন ব্যর্থ হন। আশরাফুলের মতো সেঞ্চুরি হাঁকানো পিনাক ঘোষও রানআউটের শিকার হন। ফেরার আগে ১৪টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন তিনি।
২২৭ রানে পাঁচ উইকেট হারানো দলটি এ দিন পুনরায় পথ দেখতে পায় আফিফ হোসেনের ব্যাটে। ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। তাঁর সঙ্গী জাকির হাসান আছেন ২৮ রানে।

সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮২/১০ (১০১.৩ ওভার)
(সোহান ১৫৫, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৯৬)

পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩০৬/১০ (৯৫.২ ওভার)
(পিনাক ৮০, আশরাফুল ৭১; মেহেদী ২/৯৮)
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩২৩/৫ (৭০ ওভার) (ফলো অন)
(পিনাক ১২১, আফিফ ৯৩*; রাব্বি ১/২৭)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া