adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সানিয়া মির্জা আসছেন মুজিবর্ষে

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘরোয়া এবং আন্তর্জাতিক যে খেলাগুলো আয়োজনের পরিকল্পনা নিয়েছে, সেখানে বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ’ নামের এই আয়োজনই হতে যাচ্ছে ‘মুজিবর্ষে’ টেনিসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট।

দেশের শীর্ষ ক্লাব আবাহনী ও মোহামেডানসহ ২৪টি দল নিয়ে প্রিমিয়ার টেনিস লিগের আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় করতে বাংলাদেশ টেনিস ফেডারেশন বিশ্বের একজন টেনিস তারকাকে আনার পরিকল্পনা করেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেছেন, টেনিস বিশ্বের সাবেক ও বর্তমান খেলোয়াড় যে কোনো একজনকে আনার চেষ্টা করছি। নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম না বললেও ফেডারেশন সম্পাদক ব্যক্তিগতভাবে ভারতের সানিয়া মির্জাকে আনার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্বের যে কোনো একজন টেনিস তারকাকে আনার চিন্তাভাবনা করছি। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। শারাপোভা অথবা স্টেফিগ্রাফকে আনতে গেলে অনেক টাকার প্রয়োজন। ভাবছি কী করা যায়। সানিয়া মির্জাও তো উচু মানের খেলোয়াড়। তার কথাও ভাবা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া