adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীনের উহানের উদ্দেশে বিমানের উড়াল, ফিরবে মধ্যরাতে

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া চীনের উহান শহর থেকে শিক্ষার্থীসহ ৩৬১ বাংলাদেশিকে আনতে দেশটিতে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি মধ্যরাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, চীন থেকে দেশে ফিরতে ১৯টি পরিবার, ২০ শিশুসহ ৩৬১ জন নিবন্ধন করেছেন।

দেশে ফিরতে ইচ্ছুকদের তালিকা তৈরিতে যুক্ত গবেষক ড. রেজা সুলতানুজ্জামান জানান, উহানে ২১টি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা ফেরত আসছেন। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা উহানের তিয়ানহি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছেন। বাংলাদেশ সময় রাত ১০টায় উহান থেকে বিমানের ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের ডিজিএম তাহেরা খন্দকার জানান, উহানের উদ্দেশে বিমানের যে ফ্লাইটটি রওনা দিয়েছে, তাতে ৪১৯টি আসন রয়েছে। রাত দুইটায় ফ্লাইটটি ঢাকায় ফিরবে বলে আশা করছি।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ বাংলাদেশি নাগরিক দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিয়ারেন্স দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চীন থেকে আসা বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে আজ সকাল পর্যন্ত ২১৩ জন মারা গেছেন। এছাড়া ৯ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া