adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ভোট কেমন হবে কমিশনের ওপর নির্ভর করছে

নিজস্ব প্রতিবেদক : ভোট কেমন হবে কমিশনের ওপর নির্ভর করছে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা ব‌লেন।

তা‌বিথ ব‌লেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের বিষয়টা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে।

তিনি বলেন, এরপরও ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করে নির্বাচন কেমন হবে।

বিএনপির এই মেয়রপ্রার্থী ব‌লেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন।

মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা এবং সমবেদনা প্রকাশ করেন তাবিথ।

প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ব‌লেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে। আশা করি, সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহ‌মেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস হো‌সেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গ‌নি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া