adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ান মার্সেলো ৫০০ ম্যাচের মাইলফলকে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন মার্সেলো। কোপা দেল রে সেমিফাইনালে রিয়াল জারাগোজার বিপক্ষে নেমে গ্যালাকটিকোদের জার্সিতে ৫০০ ম্যাচ খেলার মাইলফলকে নাম লেখালেন এই ব্রাজিলিয়ান। এই উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস তাকে একটি বিশেষ জার্সি উপহার দেন। যেখানে ‘মার্সেলো ৫০০’ লেখা রয়েছে।

রিয়ালে বিদেশি ফুটবলারদের মধ্যে মার্সেলো এখন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা। তবে শিগগিরই শীর্ষে পৌঁছে যাবেন এই ডিফেন্ডার। তার থেকে ২৭ ম্যাচ বেশি খেলে বর্তমানে সবার ওপরে রয়েছেন তারই স্বদেশি কিংবদন্তি রবার্তো কার্লোস।

মার্সেলো এর আগে ২০০৭ সালে রিয়ালের জার্সিতে প্রথমবার মাঠে নামেন। তবে ধীরে ধীরে নিজেকে নিয়ে যান ক্লাবের শীর্ষ পর্যায়ে। বর্তমানে তিনি লস ব্ল্যাঙ্কোসদের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছেন।

ঐতিহ্যবাহী রিয়ালের জার্সি পরে মার্সেলো এখন পর্যন্ত চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতেছেন। ৫০০ ম্যাচ খেলে মার্সেলো ৩৪৫টি ম্যাচই জিতেছেন। যেখানে তার গোল সংখ্যা ৩৬টি।

এই ৫০০ ম্যাচের মধ্যে ৩৫০টি তিনি খেলেছেন লিগে, ৯৭টি চ্যাম্পিয়নস লিগে, ৩২টি কোপা দেল রে, ৮টি ক্লাব বিশ্বকাপে, ৯টি স্প্যানিশ সুপার কাপে ও ৪টি ইউরোপিয়ান সুপার কাপে। – ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া