adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের অভিযােগ -সরকারকে সহযোগিতা করতেই ইভিএম এনেছে ইসি

নিজস্ব প্রতিবেদক : সরকারকে সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘ঢাকা উত্তর ও দড়্গিণ সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে এলেও সরকার ও নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি।’

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মাজার গেটে দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘ ইভিএমের বিষয়টা পুরোপুরি ইসির। এতে অন্য কারও কোনো এখতিয়ার নেই। এ জন্য আমরা বলেছি, প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হোক।’

নির্বাচনকে সামনে রেখে ইশরাকের পক্ষে এই প্রথম প্রচারে অংশ নিলেন মির্জা ফখরুল। এর আগে গত সোমবার মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ’র সামনে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বিএনপি মহাসচিব।

ইশরাকের প্রচারে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা হয়েছে। গত বুধবার উত্তরের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। দক্ষিণে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে তিন দিন ফেলে রাখা হয়েছিল ঢাকার বাইরে। সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। ইসিও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি। পদে পদে তাদের অযোগ্যতা, অদক্ষতা এবং সরকারের প্রতি আনুগত্যের বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হয়ে উঠছে।’

‘সিটি নির্বাচনে বিএনপির মূল এজেন্ড কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা মহানগরের উন্নয়ন এবং বসবাসের অনুপযোগী ঢাকাকে বসবাসযোগ্য করা, সুন্দর করা আমাদের এজেন্ডা। সেই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি– এগুলোই আমাদের ইস্যু।’

ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে ঢাকাবাসীর প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে, তরুণ উদ্দীপ্ত নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন। ঢাকাবাসী তাদেরই ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন যারা ঢাকার উন্নয়ন ও পরিবর্তনের জন্য কাজ করবেন। তাই আমরা মনে করি ইতিমধ্যেই ইশরাক হোসেন তার মেধা, সাহসী বক্তব্য এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন মেয়র হিসেবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া