adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৯ দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র ঢাকায় দেখা যাবে

বিনােদন ডেস্ক : চিলড্রেন’স্‌ ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে ‌‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। আগামী ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এটি। এবারের প্রতিপাদ্য ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’।

আয়োজকেরা জানায়, মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনটি। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। এবারের উৎসবে ঢাকাতে ৫টি ভেন্যুতে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজকেরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ২৪ জানুয়ারি বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে। উৎসবের উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি বিকেল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে।

আরও জানা যায়, আয়োজনের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এতে এবার ৪৮টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো থেকে ৫টি চলচ্চিত্র পাবে পুরস্কার।

এছাড়াও রয়েছে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ‘স্পেশাল ফিল্ম কমপিটিশন’ বিভাগ। এতে প্রতিযোগিতার বিষয় হলো, ‘প্রজন্মের চোখে বঙ্গবন্ধু’। একই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ। এতে উৎসব কমিটির দ্বারা মনোনীত বাংলাদেশসহ অন্যান্য দেশের মোট ১০৫টি চলচ্চিত্র অংশ নেবে।

উৎসবে থাকছে ৪টি কর্মশালা। সিনেমাটোগ্রাফির ওপর নিহাল কুরাইশি, ডিরেকশনে পিপলু আর খান, সাউন্ড ইন ফিল্ম-এ নাহিদ মাসুদ, স্টোরি টেলিং-এ কর্মশালা করাবেন অমিতাভ রেজা চৌধুরী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া