adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৮ বছরে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের নিলামে অংশ নেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র আসরগুলো আগামীতে নতুন নিয়মে আয়োজিত হবে সেই আলোচনা সারতে হঠাৎ করে বাংলাদেশ সফরে আসলেন সংস্থার প্রধান নির্বাহী মানু সোহনি ও বাণিজ্যিক মহাব্যবস্থাপক ক্যাম্পবেল জেমিসন। গত রোববার রাতে তারা ঢাকায় আসেন।

আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোর ভেন্যু নির্ধারণ করা আছে। তারপরের ৮ বছর অর্থাৎ ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের, মেয়েদের ও অনূর্ধ্ব ১৯ দলের ৮টি করে মোট ২৪টি আসর আয়োজন করবে আইসিসি। আর এবার এসব আসর আয়োজনের সময় ফিফা ও অলিম্পিককে অনুসরণ করার পরিকল্পনা করা হচ্ছে। নিলামের মাধ্যমে ঠিক করা হবে ভেন্যু। এই উদ্যোগের ফলে ক্রিকেট খেলুড়ে ছাড়াও অন্যান্য দেশগুলোতেও ক্রিকেটের বড় আসর আয়োজনের সুযোগ মিলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এই সম্পর্কে বলেন, এবার তারা ভিন্নভাবে যাচ্ছে, অলিম্পিক এবং ফিফার মতো করে যে দেশে পড়বে সে দেশেই খেলা হবে, এবার আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমরা বসবো।

আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার পর পাপন আরও বলেন, সব ধরনের বিশ্বকাপ কিংবা আইসিসির সব ইভেন্টে এই নিলাম হবে। বাংলাদেশও এই নিলামে থাকবে। আমার মনে হয় নতুন করে অনেক দেশ এই সব তৈরি করতে গেলে হিমশিম খেতে পারে। কারণ ছেলেদের একটা ইভেন্টে করতে গেলে ৮টা স্টেডিয়াম লাগবে, অনেক দেশের ৮টা স্টেডিয়াম নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া