adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাগদাদ থেকে সেনা সরানোর পথ খুঁজুন: যুক্তরাষ্ট্রকে ইরাকি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইারাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তারই জের ধরে বুধবার ইরাকে যুক্তরাষ্ট্রের এরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে উত্তেজনা।

এর মাঝেই যুক্তরাষ্ট্রকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পথ খুঁজতে বললেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফোন করলে তাকে এ পরামর্শ দেন ইরাকি প্রধানমন্ত্রী। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরাকে ঢুকে ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এর তীব্র নিন্দা জানিয়েছেন আব্দুল-মাহদি।
এছাড়া, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুততম সময়ে প্রতিনিধি পাঠানোরও অনুরোধ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ ফোনকলের সত্যতা স্বীকার করলেও সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া