adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শোয়েব আখতার বললেন, আইসিসির মাথায় কিছুই নেই, আছে শুধু আবর্জনা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্টকে ৫ দিন থেকে ৪ দিনে নামিয়ে নিয়ে আসার যে চিন্তা করছে আইসিসি, ক্রিকেট বিশ্বের সিংহভাগ তার বিরুদ্ধে গেছে। ২০২৩ সাল থেকে ৪ দিনের টেস্ট কার্যকর করার আইসিসির এই চিন্তাকে ‘আবর্জনা’ আখ্যা দিয়ে সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার বলেছেন, এই ভাবনা এশিয়ার দেশগুলোর প্রতি আইসিসির চক্রান্ত। একই সঙ্গে ৪ দিনের টেস্ট আটকে দিতে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর আস্থা রাখছেন শোয়েব।

রাওয়ালপি-ি এক্সপ্রেস বলেছেন, বিশ্বের সবচেয়ে বিত্তশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতি না পেলে আইসিসির এমন প্রস্তাব কার্যকর করা সম্ভব নয়। আর বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী একজন দক্ষ প্রশাসক। টেস্ট ক্রিকেটকে তিনি কখনোই ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। সৌরভ গাঙ্গুলী প্রশাসক এবং মানুষ হিসেবে বুদ্ধিমান। তিনি কখনোই টেস্ট ক্রিকেটের ক্ষতি চাইবেন না। তিনি টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হবেন।

নিজের ইউটিউব চ্যানেলে আইসিসির ভাবনা নিয়ে এমন সব মন্তব্য করেছেন শোয়েব। একই সঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কথায়, মুশতাক আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, অনিল কুম্বলে টেস্ট ক্রিকেটে ৪০০-৫০০ উইকেট নেওয়া এক-একটি নাম। টেস্ট ক্রিকেট ৪ দিনের হয়ে গেলে স্পিনারদের ভবিষ্যৎ কী হবে? এই ভাবনা অচিরেই বাতিল করা উচিত। টেস্ট ক্রিকেটের যে ঐতিহ্য, সেটাকে সমুন্নত রাখতেই হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া