adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীদের ওপর বিজেপি সমর্থিত ছাত্র সংগঠনের হামলা, প্রতিবাদে সরব ভারতের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : গতকাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর ভয়াবহ হামলা করেছে ক্ষমাতাসীন বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন। যার ফলে মাথায় আঘাত পেয়েছেন ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ।

ঐশির রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ার পর আগুন জ্বলে উঠেছে গোটা ভারতে। যার আঁচ লেগেছে ক্রিকেটাঙ্গনেও। এমন বর্বর হামলার প্রতিবাদে মুখ খুলেছেন বিজেপির সাংসদ গৌতম গম্ভীর থেকে শুরু করে ইরফান পাঠানরা। এই কারণে শাসকদল বিজেপিতে অস্বস্তি বেড়ে গেছে।

সাবেক ওপেনার তথা বিজেপির সাংসদ গৌতম গম্ভীর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেন, ‘বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এমন হিংসা দেশের স্পিরিটের পরিপন্থী। ছাত্রদের মতাদর্শ যাই হোক না কেন, এভাবে আক্রমণ করা উচিত নয়। যে গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এমন কা- ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।’

সদ্য অবসর নেওয়া সাবেক পেসার ইরফান পাঠান আবার সরাসরি লিখেছেন, ‘গতকাল জেএনইউতে যা ঘটেছে এটা মোটেই নিয়মিত ঘটনা নয়। বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাস, হোস্টেলের মধ্যেই ছাত্রদের আক্রমণ করেছে সশস্ত্র দুষ্কৃতীরা। এটা মোটেই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না।’

একইভাবে টুইটারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি থেকে জ্বালা গাটা, রোহন বোপান্নারাও। মনোজ তিওয়ারি লিখেছেন, ‘জেএনইউতে কী হচ্ছে এসব? আহতদের জন্য ভীষণ চিন্তা হচ্ছে’। জ্বালা গাটা লিখেছেন, ‘কেন দোষী একজনকেও এখন পর্যন্ত ধরে শাস্তি দেওয়া হলো না? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে কীভাবে?’ আরেকটি টুইটে তিনি লিখেন, ‘কেন এখনও সবাই চুপ করে আছেন? আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর কী হচ্ছে দেখছেন না?’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া