adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরে সিলেটের মাঠে শুভ সূচনা রাজশাহীর

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বে হার দিয়ে বছর শেষ করেছিলো রাজশাহী রয়্যালস। এবার নতুন বছরে সিলেট পর্বে জয়ের দেখা পেলো শোয়েব মালিক ও আন্দ্রে রাসেলের দল। টানা দুই জয় পাওয়া রংপুরকে ৩০ রানে হারিয়ে সুপার ফোরের খেলায় নিজেদের এগিয়ে রাখলেন পদ্মা পাড়ের দলটি।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের বড় পুঁজি করে রাজশাহী। এদিন আন্দ্রে রাসেলকে ছাড়াই খেলতে নামে তারা । দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান রবি বোপারা। ২৯ বলের মোকাবেলায় ৫০ রান করে অপরাজিত থাকেন ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক ৩১ বলে ৩৭, আফিফ হোসেন ধ্রুব ১৭ বলে ৩২ ও লিটন দাস ১৫ বলে ১৯ রান করেন। রংপুরের পক্ষে মুস্তাফিজুর রহমান ২টি উইকেট শিকার করেন।

১৮০ রানের টার্গটে খেলতে নেমে শুরুতে বিপাকে পড়ে শেন ওয়াটসন-নাইমরা। এই ম্যাচে রান পাননি দলপতি শেন ওয়াটসন। ৯ বলে ২ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন ব্যাটসম্যান ক্যামেরুন ডেলপোর্ট। তিনিও বড় ইনিংস খেলতে পারেননি, ৭ বলে ১৪ রানে আবু জায়েদ রাহী শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

এরপর নিয়মিত ওপেনার মোহাম্মদ নাইম ও টম অ্যাবল ভালো জুটি গড়েন। দু’জনে গড়ে তোলেন ৬৪ রানের পার্টনারশিপ। ১৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম। শেষ দিকে ফজলে মাহমুদের ৩৪ রানের ইনিংসেও জয় পায়নি রংপুর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া