adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর প্রশ্ন – ছাত্র দলের দুই নেতা জেলে থেকে মটর সাইকেলে আগুণ দিলাে কীভাবে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত বুধবার হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। যাতে আসামিদের মধ্যে ছাত্রদল নেতা ইসহাক সরকার ও মোস্তাফিজুর রহমানকেও আসামি করা হয়েছে। যদিও তারা আগে থেকে কারাগারে আছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের প্রশ্ন, ছাত্রদলের দুই নেতা কারাগারে থেকে কীভাবে মোটরসাইকেলে আগুন দিলেন?

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা কি কারাগার থেকে বেরিয়ে এসে গাড়ি পুড়িয়েছেন? ছাত্রদল নেতা ইসহাক সরকার বহুদিন ধরে জেলে। একইসঙ্গে ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানও কারাগারে। অথচ তাকেও আসামি করা হয়েছে।’

রিজভী বলেন, ‘মধ্যরাতের ভোট ডাকাতি করা এই সরকার গত বুধবার মধ্যরাতে তাদের খয়ের খাঁ পুলিশকে দিয়ে আমাদের ১৩৫ জন নেতাকে আসামি করে মোটরসাইকেল পোড়ানোর উদ্ভট দুই মামলা করেছে। হাইকোর্ট এলাকায় বেওয়ারিশ দুই মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়েছে গোয়েন্দা সংস্থার লোকেরা। এটি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য সরকারের বিশেষ বাহিনীর পরিকল্পিত অগ্নিসংযোগ।’

রিজভীর অভিযোগ, ‘অবৈধ সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে দেখে আবারও অস্থির হয়ে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে আবারো উদ্ভট, বানোয়াট, আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে। সরকারের মতো পুলিশরাও এখন গায়েবি তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। গত এক সপ্তাহে সিনিয়র নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে। মৃত ব্যক্তি, কারাবন্দি নেতাদেরও গায়েবি মামলার পাইকারি আসামি করা হচ্ছে। সরকার বর্তমানে নতুন কোনো ইস্যু পাচ্ছে না। তাই আগেরমতো আবারো আগুনের খেলা শুরু করছে।’

রিজভী বলেন, ‘ঘটনার পর ডিএমপি রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম সাংবাদিকদের জানান, ‘কারা কী উদ্দেশ্যে গাড়িগুলোতে আগুন দিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি না করায় মনে হচ্ছে আগুনের ঘটনা উদ্দেশ্যমূলক। ঘটনার পর এখনো বেওয়ারিশ মোটরসাইকেলগুলোর মালিক খুঁজে পায়নি পুলিশ! অথচ মামলা হয়েছ ১৩৫ জন নেতার নামে।’

রিজভীর প্রশ্ন, তিনটি মোটরসাইকেল পোড়াতে ১৩৫ নেতার প্রয়োজন পড়লো?

তার দাবি, সবাই এটা জানেন, যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকজন এবং সরকারের বিশেষ বাহিনী পরিকল্পিত একেকটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া