adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম বাড়ার জন্য পদত্যাগ এক সেকেন্ডের বিষয়,সরে গেলে দাম কমবে কি না প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ইতিমধ্যে রেকর্ড ভেঙেছে পেঁয়াজের দাম। এরসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য নিত্যপণ্যের দামও। সরকারের সমালোচনার পাশাপাশি কেউ কেউ এজন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছেন।

তবে বাণিজ্যমন্ত্রীর টিপু মুনশির সরে যেতে আপত্তি নেই। মন্ত্রী বললেন, দাম বাড়ার জন্য তার পদত্যাগ এক সেকেন্ডের বিষয়। কিন্তু তিনি সরে গেলে পেঁয়াজের দাম কমবে কি না সেই প্রশ্ন রেখেছেন এই রাজনীতিক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলের হলরুমে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি এই সভার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরপর আমদানি বন্ধ করে দেয়া হবে।’

পদত্যাগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায়? এক সেকেন্ড লাগবে না আমার পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে?’

মন্ত্রী বলেন, ‘তাতে যদি দেশের সবকিছু, পেঁয়াজের দাম ঠিক হয়ে যেত। একটু কষ্ট করতে হবে। আমরা এই বিপদটাকে সম্পদে পরিণত করবই করব। খুব বেশি দিন লাগবে না, আমাদের দেশ এই প্রডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হবেই, হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া