adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বোলার’ ইয়াসিরের রেকর্ড গড়া সেঞ্চুরি

স্পাের্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের টপঅর্ডার যখন ধুঁকছে, তখন সতীর্থদের ব্যাটিং শেখালেন স্পিনার ইয়াসির শাহ। গোলাপি বলের টেস্টে অ্যাডিলেডে আট নম্বরে নেমে বিরল এক সেঞ্চুরি করেছেন তিনি।

ইয়াসির আগে কোনোদিন হাফসেঞ্চুরিও করতে পারেননি। সেই তিনি এদিন ১১৩ রান করেন। এই রানে দেশের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন। পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির কীর্তি এখন তার। ৩৩ বছর ২১৩ দিনে শতকের দেখা পেলেন।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে আট নম্বরে নেমে কোনো পাকিস্তানি সেঞ্চুরি করতে পারেননি। ইয়াসির এখানেও নতুন গল্প লিখলেন।

পাকিস্তান ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে আগের দিনই মহাবিপদে পড়েছিল। সেখান থেকে ইয়াসিরের এই ব্যাটসম্যান হয়ে ওঠা রীতিমতো বিস্ময়ের ব্যাপার।

এর আগে ইয়াসিরের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল ৪২ রানের। অ্যাডিলেডে নামার সময় গড় ছিল ১২। সেঞ্চুরির সময় সেটি ১৪.০৮ এ চলে যায়। এত কম গড় নিয়ে আগে কখনো কোনো ক্রিকেটার সেঞ্চুরি করতে পারেননি।

এমন কীর্তির জন্য ইয়াসির অস্ট্রেলিয়ানদের ফিল্ডিংকে সাধুবাদ জানাতে পারেন। ২৬ এবং ৩৩ রানে থাকার সময় স্টিভ স্মিথের একটু সামনে ক্যাচ দিয়েও বেঁচে যান। ৩৫ রানের মাথায় একবার স্টাম্পিং থেকে রক্ষা পান। ভাগ্য তার দিকে চূড়ান্তভাবে ফিরে তাকায় ৪৪ রানের সময়। লাবুশেন ‘কট অ্যান্ড বোল্ডের’ অন্যতম সহজ সুযোগ হাতছাড়া করেন। ৬৬ রানে থাকার সময়ও রানআউটের হাত থেকে পার পান।

নড়বড়ে ইয়াসির মিডঅন দিয়ে যে স্কুপশটে সেঞ্চুরিতে পৌঁছান সেটিও প্যাট কামিন্সের পাশ দিয়ে যায়।

কয়েকটি বলে এভাবে নাজুক ব্যাটিং করলেও বাকিটা সময় ইয়াসির ছিলেন পুরোদস্তুর ব্যাটসম্যান। ১৩ চার হাঁকিয়েছেন বলেই শুধু নয়; তিনি সাধুবাদ পাচ্ছেন অস্ট্রেলিয়ান পেস আক্রমণের সামনে দৃঢ়তা দেখানোর জন্য। তার চেয়ে বড় কথা আপাদমস্তক এক বোলার হয়েও খেলে গেছেন ২১৩ বল!

ইয়াসিরের এমন ব্যাটিংয়ের পরেও ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ার ৫৮৯ রানের জবাবে ৩০২ রানে গুটিয়ে যায় তারা। পরে আবার ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে বিদায় নিয়েছেন ইমাম-উল-হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া