adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেন টেস্টের শেষ ২ দিনের টিকিটের দাম ফেরত দেবে সিএবি

স্পোর্টস ডেস্ক : তিন দিনেই ইডেন গার্ডেন্সে খেল খতম হয়েছে বাংলাদেশের। টাইগারদের নাস্তানাবুদ করে তৃতীয় দিনের শুরুতেই ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আর তাই শেষ ২ দিন রাতের ইডেনে টেস্ট ম্যাচ দেখার আশায় জল পড়েছে বাংলার ক্রিকেটপ্রেমীদের। সেই শোক কিছুটা অন্তত কমাবে সিএবির সিদ্ধান্ত। সোমবার সিএবির তরফে জানানো হয়েছে, শেষ ২ দিন খেলা না হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে দর্শকদের।

রোববার বেলা গড়ানোর আগেই পিঙ্ক বল টেস্টে যবনিকা টেনেছে কোহলি ব্রিগেড। আর তাতেই মন খারাপ অনেকের। চতুর্থ বা পঞ্চম দিনে যাঁরা খেলা দেখবেন বলে মনস্থ করেছিলেন তাদের আশায় জল ঢেলেছে ভারতীয় দলের পারফরম্যান্স। টিকিট কেটেও খেলা না দেখতে পারার দুঃখ ভুলতে মরিয়া তাঁরা। যদিও এমন আশঙ্কা ছিলই।

এমন দর্শকদের শোকে কিছুটা হলেও মলম দিল সিএবির সিদ্ধান্ত। অন্তত টিকিটের টাকাটা ফেরত পেতে চলেছেন তারা। বিসিসিআই-এর বিধি অনুসারে কোনও টেস্ট ম্যাচে ১ বলও খেলা হলে সেই ম্যাচের আর কোনও টিকিটের টাকা ফেরত পেতেন না দর্শকরা। সেই বিধি ভেঙে ইডেন টেস্টের শেষ ২ দিনের টাকা ফেরত দিতে চলেছে সিএবি।
সিএবির সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, এবছর টেস্ট ম্যাচের কোনও সিজন টিকিট বিক্রি হয়নি। প্রতি দিনের টিকিট বিক্রি হয়েছে আলাদা ভাবে। তাই দিনপিছু টিকিটের টাকা ফেরত দেওয়া সিদ্ধান্ত হয়েছে। সোমবার সিএবিতে ছুটি থাকায় সম্ভবত মঙ্গলবার থেকে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে যারা টিকিট কেটেছিলেন, তারা টাকা ফেরত পাবেন অনলাইনেই।

সিএবির এই সিদ্ধান্তে টেস্ট ম্যাচের টিকিট বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে শেষ ২ দিনের টিকিট বিক্রি করতে বেগ পেতে হত আয়োজকদের। সিএবির সিদ্ধান্তের ফলে এর পর থেকে ভরসা করে শেষ দিনের টিকিটও কাটতে পারবেন দর্শকরা। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া