adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের দামবিভ্রাট চলছে খুচরা বাজারে

ডেস্ক রিপাের্ট : নিয়ন্ত্রণহীন হয়ে পড়া পেঁয়াজের দাম এখনো স্থিতিশীল হয়নি। উল্টো বিভ্রম সুষ্টি হচ্ছে ক্রেতাদের মধ্যে। রাজধানীসহ দেশের একেক স্থানে একেক দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্যটি। কোথাও প্রতি কেজি ২০০ টাকার বেশি, কোথাও বা ১৫০ টাকা।

বাজারে সরবরাহে ঘাটতির অজুহাত তুলে অসাধু চক্র পেঁয়াজবাজার এমনই অস্থির করে যে সর্বকালের রোকর্ড ভেঙে কেজিপ্রতি দাম উঠে যায় ৩০০ টাকার কাছাকাছি। দেশে এর আগে ২০১৭ সালে কয়েক দিনের জন্য পেঁয়াজের সর্বোচ্চ দাম উঠেছিল ১৫০ টাকা।

অথচ জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক বিভাগের হিসাবমতে, গত প্রায় আড়াই মাসে ভারত, মিয়ানমার, মিসর, তুরস্ক, পাকিস্তানসহ ১১টি দেশ থেকে কয়েক লাখ টন পেঁয়াজ আমদানি হেয়েছে।

এদিকে জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আসছে। কমবেশি নতুন পেঁয়াজও উঠছে বাজারে। সরকারি প্রতিষ্ঠান টিসিবি দেশের বিভিন্ন স্থানে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে। তবু দাম স্বাভাবিক হচ্ছে না নিত্যপণ্যটির। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মনে করেন, আগামী ১০ দিনের মধ্যে পেঁয়াজবাজার স্থিতিশীল হবে।

বিভিন্ন বাজারের তথ্য থেকে দেখা যায়, খুচরা পর্যায়ে কোথাও একই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে না। ঢাকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। বৃহস্পতিবার শ্যামবাজার পাইকারি বাজারে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয় ১০০ থেকে ১৩৫ টাকা। পাকিস্তানি পেঁয়াজ ৯০ থেকে ৭০ টাকা, দেশি পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, দেশি নতুন পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, তুরস্ক ও চিনের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা, মিশরের পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা।

শ্যামবাজারের আমদানিকারক ও পাইকারি বিক্রেতা আবদুল মাজেদ বলেন, ‘শুক্রবার আমাদের বাজার বন্ধ থাকে। তবে বৃহস্পতিবার মিসরের পেঁয়াজ প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা করে বিক্রি হয়েছে।’

আবদুল মাজেদ আরও বলেন, ‘আমদানি পেঁয়াজ আসছে। দেশি পেঁয়াজও বাজারে উঠছে। আগামী কয়েক দিনে আরও কমবে পেঁয়াজের দাম।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকালে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। গত সপ্তাহে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ থেকে ২৫০ টাকা কেজি।

মিরপুর পাইকপাড়ার জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতির বাজার ঘুরে দেখা যায়, আমদানি করা পেঁয়াজ ১৩০ টাকা ও দেশি পেঁয়াজ ২২০ টাকা বিক্রি হচ্ছে। ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া