adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার শেষ হচ্ছে মেলা- ছয় দিনে দুই হাজার কোটি টাকার রাজস্ব আদায়

ডেস্ক রিপাের্ট : আয়কর মেলায় সারাদেশে প্রথম ছয়দিনে ২ হাজার ১৬ কোটি ৪৫ লাখ ২১ হাজার ১২০ টাকার রাজস্ব আদায় হয়েছে। সেবা নেন ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৫ লাখ ৩৯ হাজার ৯১০ জন। আর ২৬ হাজার ৮৩১ জন নতুন ই-টিআইন নিবন্ধন করেছেন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার মেলার শেষ দিন যতক্ষণ করদাতারা মেলায় উপস্থিত থাকবে ততক্ষণ তাদের আয়কর রিটার্ন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআরের তথ্য অনুযায়ী, মেলার ষষ্ঠদিন মঙ্গলবার আয়কর সংগ্রহ হয় ৩৫৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা। এদিন মেলা প্রাঙ্গণ থেকে সেবা নেন ২ লাখ ৫২ হাজার ৮১৫ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেন ১ লাখ ১৯ হাজার ১৪৫ জন। আর ৫ হাজার ৩২৫ জন নতুন ই-টিআইএন নিবন্ধন করেন।

১৪ নভেম্বর শুরু হওয়া এ মেলা শেষ হবে আজ বুধবার। ঢাকার মতো দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলার বিশেষ আকর্ষণ মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর মেলায় সম্মানিত করদাতাদের উপস্থিতি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কর প্রদানে মানুষের আগ্রহের পরিমাণও ক্রমাগতভাবে বাড়ছে। মানুষ এখন কোনো রকম হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন মেলাতে নারী করদাতাদের লক্ষ্যণীয় উপস্থিতি যা আমাদের অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে। রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কর জিডিপির আনুপাতিক হার কম। এ কর হার বৃদ্ধির জন্য সক্ষম সকলকে যথাযথ কর প্রদানের আহবান জানান তিনি। তিনি আরও বলেন, আগামি কাল মেলার শেষ দিন। শেষ দিন যতক্ষণ করদাতারা মেলায় উপস্থিত থাকবেন, ততক্ষণ তাদের আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।

রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলা প্রাঙ্গণে কাল বুধবার দুপুর একটায় বৃহৎ করদাতা ইউনিটে অধিভূক্ত গুরুত্বপূর্ণ ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের আয়করের চেক জমা দিবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া