adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দেশের পেঁয়াজ এসেছে, দাম কমতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক : মিশর, মিয়ানমান ও চীনের চালান আসতে শুরু করায় চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশের প্রধান পাইকারি বাজারটিতে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
তবে দাম কমার পাশাপাশি আড়তে পেঁয়াজ থাকলেও ক্রেতা কম বলে জানিয়েছেন খাতুনগঞ্জ পেঁয়াজ আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস।

তিনি জানান, গতরাতে মিশর, মিয়ানমার ও চীনের প্রায় ৪০ ট্রাক পেয়াজ এসেছে খাতুনগঞ্জে। সন্ধ্যায় পেঁয়াজের আরও কয়েকটি চালান আসবে। তখন দাম আরও কমবে।

এদিকে, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজার বেশি দামে বিক্রি করা হচ্ছে। লালমনিরহাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। ফরিদপুরে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা এবং পুরাতন পেঁয়াজ ১৪০ টাকায়। পাবনায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০-৪০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

অন্যদিকে, গতকালের তুলনায় কিছুটা কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজধানীর কাঁচাবাজারে। কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। তবে পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য।

বিক্রেতারা বলছেন, তারা আজ দেশি পেঁয়াজ বিক্রি করছেন ২১০ থেকে ২১৫ টাকা করে। বাজারে সরবরাহ বাড়লে দাম কমে ১৮০ টাকা পর্যন্ত নেমে আসতে পারে। তবে ক্রেতাদের দাবি তারা পেঁয়াজ কিনছেন ২২০ থেকে ২২৫ টাকায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া