adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুমিনুলদের হারের দিনে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের কাছে পরাজিত ভারত

নিজস্ব প্রতিবেদক : মুমিনুল, রিয়াদ-মুশফিকরা ইন্দোরে প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারের দিনে বাংলাদেশের মাটিতে ইমার্জিং এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে টাইগাররা। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে বোলিং নিয়ে ভারতকে ২৪৬ রানে আটকে দেয় নাজমুল হাসান শান্তরা। শান্ত-সৌম্যর নৈপুণ্যে ভারতকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

স্বাগতিকদের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ১৯ রানে ওপেনার রাভি শরথের উইকেট হারায় দলটি। এই ধাক্কা কাটিয়ে আরইয়ান জুয়েল ও সানভীর সিং ৪২ রানে জুটি গড়েন। সৌম্য সরকারের বলে ভাঙ্গে এই জুটি। সানভীরকে ফেরান তিনি। সৌম্যর সাফল্যর পর মেহেদী হাসানের ফাঁদে পড়েন আরয়ান (৩৭)।

৮৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তবে আরমান জাফর ও ভিনায়েক গুপ্তার ১২৫ রানের জুটিতে আবারো ম্যাচে ফিরে। ৪০ রান করা ভিনায়েক ফিরিয়ে এই জুটি ভাঙেন সৌম্য। পরে আরমানের (১০৫) শত রানের উপর ভর করে সবকটি উইকেটের হারিয়ে ২৪৬ রান করেন ভারত। বাংলাদেশের হয়ে চার উইকেট নেন সুমন। এছাড়া সৌম্য ও তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।
জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৭ বল আগেই জয়ের বন্দরে পৌঁছায় লাল-সবুজের দল। ইনিংসের শুরুতে দলীয় ১৫ রানে নাঈম শেখকে হারায় বাংলাদেশ। তবে প্রথম উইকেট পড়ে গেলেও রানের গতি ঠিক রেখেছেন সৌম্য-শান্ত। দু’জনে ১৪৪ রানের জুটি গড়েন। ৭৩ রান করে ফেরেন সৌম্য। এরপর সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে প্যাভীলয়নের পথ ধরেন শান্ত (৯৪)। এরপর আফিফ হোসেন অপরাজিত ৩৪ ও ইয়াসির আলীর ২১ রানে লক্ষ্যে পৌঁছে যায় টাইগারার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া