adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে রিয়াদ- সাকিবের না থাকাটা চাপ হিসেবে নিচ্ছি না

স্পাের্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের আগে স্বাভাবিকভাবে বাংলাদেশ শিবির জুড়ে ওতপ্রতোভাবে জড়িয়ে দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। জুয়াড়ির তথ্য গোপন করার অভিযোগে বর্তমানে আইসিসি কর্তৃক দুই বছরের (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) জন্য নিষিদ্ধ আছেন সাকিব। তাই ভারতের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারছেন না সাকিব।

দলের সাথে না থাকলেও, সাকিবের অভাব অনুভব করবে দল এতে কোন সন্দেহ নেই। দেশ ছাড়ার আগে এমনটাই বলে গিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি সিরিজ শুরুর আগেও সাকিবকে নিয়ে আপসোস রিয়াদের মুখে।

প্রথম টি-২০র আগে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহ বলেন, ‘আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি আশা করি, উত্তরটাও চমৎকার হবে। আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম, সেভাবেই ভালোবাসি এবং ভালোবাসব। কারণ সাকিবের সাথে আমাদের যে চমৎকার সর্ম্পক রয়েছে, সে যখন দলে ফিরবে আমরা দু’হাতে তাকে জড়িয়ে ধরব এবং ড্রেসিংরুমে স্বাগত জানাব।’

সাকিবের কাছ দল ব্যাটিং-বোলিং দু’টি সার্ভিসই একত্রে পেয়ে থাকে। কিন্তু সাকিব না থাকায় দল যে চাপে পড়বে বা কম্বিনেশন নিয়ে ভালোভাবে পরিকল্পনা করতে হবে তা স্পষ্ট। তবে সাকিবের না থাকাটা দলের অন্যান্যদের জন্য বড় সুযোগই দেখছেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘সাকিবের না থাকাটা চাপ হিসাবে নিচ্ছি না। সাকিবের অনুপস্থিতি অন্য খেলোয়াড়দের প্রমাণের ভালো সুযোগ। এমনকি আমারও সুযোগ থাকছে প্রমাণের। এটা ঠিক, সাকিবের অভাব পূরণ করা সম্ভব না। আমাদের যতটুকু সার্মথ্য আছে, আমরা যেন সেটি পূরণ করতে পারি। সাকিব তো আর একদিনে তৈরি হয়নি। বিশ্বসেরা অলরাউন্ডার দলে না থাকলে প্রভাব পড়াটাই স্বাভাবিক। ফলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান ও বোলারকে দলে নিতে হয়।’

গেল কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারত ম্যাচ অন্যরকম উত্তেজনা ছড়াচ্ছে, এটিকে কিভাবে দেখছেন মাহমুদউল্লাহ। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মাঠে সেভাবে অনুভব করি না। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি প্রভাব পড়ে। আমাদের কাছে খেলাটিই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারত-অস্ট্রেলিয়া বা যেকোনো দলের বিপক্ষেই আমরা শতভগের বেশি দেয়ার চেষ্টা করি।’

দলের দুই সেরা তারকা সাকিব ও তামিম ইকবাল ভারতের বিপক্ষে সিরিজে খেলছেন না। সাকিব নিষিদ্ধ, আর তামিম ব্যক্তিগত কারণে ভারত সফরে নেই। তাই সাকিব-তামিমের অভাবকে মাহমুদউল্লাহ এভাবে দেখছেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি, তরুণ যারা আছেন- আফিফ, নাইম, বিপ্লব তাদের উপর আমার শতভাগ বিশ্বাস আছে। আমার বিশ্বাস তারা ভালো পারফরম্যান্স করতে পারবে। এখন এটা তাদের ব্যাপার, তারা কীভাবে চিন্তা করছে বা তাদের মানসিকতার ব্যাপার। তারপরও আমরা নিজেদের ভেতর কথা বলি। সিনিয়রদের সাথে আলাপ-আলোচনা হচ্ছে।’

এবারের সিরিজে বাংলাদেশ দলে অভিজ্ঞতা বলতে শুধুমাত্র মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিম। এমন অভিজ্ঞতা দিয়ে ভারতের মত দলকে ধরাশায়ী করা মোটেও সহজ নয় এমনটা জানেন মাহমুদউল্লাহ। তারপরও তিনি বলেন, ‘আসলে চাপ থাকবেই। এভাবেই খেলতে হবে এবং পারফরম্যান্স করতে হবে। আমি খুশি যে, আল-আমিন দলে ফিরেছে। দীর্ঘদিন ধরেই দলের সাথে খেলছে সে। সানিও অভিজ্ঞ খেলোয়াড়। সবকিছু মিলিয়ে আমি আশাবাদী। এখন মাঠে নেমে পারফরম্যান্স করাই আসল লক্ষ্য।’

দেয়ালে পিঠ ঠেকে গেলে দলের সেরা খেলোয়াড়রা বাইরে থাকলে বা ক্রাইসিস মোমেন্টে জ্বলে উঠে বাংলাদেশ। বর্তমানে কঠিন এক সময় পার করছে বাংলাদেশ। তবে কি এবারও বাংলাদেশ জ্বলে উঠবে? এই প্রশ্নে রিয়াদ বলেন, ‘আমরা বেশ ইতিবাচক। ফলাফল নিয়ে আমরা ইতিবাচক। আমরা জানি নিজেদের কন্ডিশনে ভারত অনেক বেশি শক্তিশালী। সম্প্রতি পারফরম্যান্স তেমনই বলে। আমাদের হারানোর কিছু নেই। যা হাতে যা আছে তা নিয়েই আমরা বেশি ভাবছি। ভালো এবং ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’

সিরিজ নিয়ে নিজের প্রত্যাশা কথা জানাতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা যেন আমাদের সেরা পারফরম্যান্স করতে পারি এবং ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া