adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আইসিসিকে অনুরোধ জানাবে বিসিবি, সাকিবের শাস্তি কমবে কিনা জানি না’

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসানের শাস্তি মওকুফের লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসির কাছে আপিল করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ লক্ষ্যে তারা খুব ইতোমধ্যে আইন উপদেষ্টার কাছে কথাও বলেছে বিসিবির কর্মকর্তারা।

গত ২৯ অক্টোবর সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য বহিস্কারের ঘোষণা দেওয়ার পরই দেশজুড়ে ক্রিকেট ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়। তারা আইসিসির সিদ্ধান্তের প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন। এগুলো ক্রিকেট বোর্ড কর্তাদের নজরে আসলে তারা সাকিবের ব্যাপারে আইসিসিকে অনুরোধ জানানোর চেষ্টা করবেন বলে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, সাকিবের বিষয়ে বিসিবির করণীয় সীমিত। কারণ, সে ঘটনা স্বীকার করেছে। ফলে একটা তালিকার মধ্যে চলে গেছে সে। তবুও আমরা এটা দেখবো। আইনি বিষয়গুলো নিয়ে কাজ করবো। ইতোমধ্যে আমাদের আইন বিভাগের (লিগ্যাল কমিটি) সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে কোনো সুযোগ থাকলে অবশ্যই সামনে আগাবো। প্রয়োজনে লিগ্যাল অ্যাডভাইজরি নিয়োগ দেবো।

নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, সাকিবের শাস্তি নিশ্চিত কমবে এটা বলা যাচ্ছে না। এ বিষয়ে প্রথমে সবার সঙ্গে যৌক্তিক আলোচনা করবো আমরা। এরপর কোনো পথ খোলা থাকলে সেটি অনুসরণ করবো। এ মুহূর্তে এর চেয়ে বেশি মন্তব্য করা ঠিক হবে না।

উল্লেখ্য, ম্যাচ ফিক্সিং নিয়ে জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সাকিবকে সবধরণের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যদিও প্রথমে নিষেধাজ্ঞাটা ছিল দুই বছর। তবে তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর শিথিল হয়। এসময়ে ফের অপরাধ করলে আগের শাস্তি বহাল থাকবে তার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া