adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের হয়ে আর খেলবেন না ধোনি!

স্পাের্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াডে নাম নেই ধোনির। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন এমএসকে প্রসাদ। এ সময় প্রধান নির্বাচককে ধোনির ব্যাপারে অন্তত চারবার জিজ্ঞেস করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্রাম বা বাদ দেয়ার কথা কোনোটিই নির্দিষ্ট করে বলেননি প্রসাদ। বরং উত্তর দিয়েছেন একটু ভিন্নভাবে।

প্রসাদের ভাষায়, ‘বিশ্বকাপের পর আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম; আমরা সামনের দিকে তাকাতে চাচ্ছি। তাই তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছি, তারা যাতে দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিতে পারে। রিশভ পান্ট ভালো করছে। এছাড়া ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে সাঞ্জু স্যামসনও নিজেকে তৈরি করে ফেলেছে। আমি নিশ্চিত আপনারা আমাদের পরিকল্পনাটা বুঝতে পারছেন।’

বিশ্বকাপের পর থেকে স্বেচ্ছায় জাতীয় দল থেকে দূরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ছুটি নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেও। তবে এরই মাঝে গুঞ্জন আর হয়তো জাতীয় দলে সুযোগ পাবেন না তিনি। বিশেষ করে ভারতের প্রধান নির্বাচকের কথায় বিষয়টি আরও জোরালো হলো। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণার পর প্রসাদ বলেন, ‘আমরা এটা পরিষ্কার করে জানাতে চাই যে, বিশ্বকাপের পর শুধুমাত্র রিশাভ পান্তকে নিয়েই ভাবছি। তরুণদের প্রতি যে আমাদের আস্থা রয়েছে, সেই বার্তাও দিতে চাই।’

প্রধান নির্বাচকের এমন মন্তব্যের পর ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ ভাবছেন অনেকে। নতুন প্রজন্মকে সুযোগ দিতে আর হয়তো ধোনিকে নিয়ে ভাবতে চায় না বিসিসিআই। ধোনি ফিরতে চাইলে কী করবে টিম ম্যানেজমেন্ট এমন প্রশ্নও করা হয় প্রধান নির্বাচককে। জবাবে প্রসাদ বলেন, ‘এটা তো পুরোপুরি ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত। সে যা ভাববে তাই হবে।’

এ থেকে বোঝা যায় বোর্ডের সঙ্গে ধোনির কিছুটা হলেও যোগাযোগ হয়েছে। ধোনিকে বোর্ড জানিয়ে দিয়েছে তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে চায় তারা। বিশেষ করে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চায় ভারত। তাই বিশ্বকাপ জয়ী ধোনি হয়তো ভারতের জার্সিতে আর ফিরবেন না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া