adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫০ রূপিতে দেখা যাবে বাংলাদেশ-ভারত ইডেন টেস্ট

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টে নানান আয়োজনের কথা ভাবছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। যে লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি। আমন্ত্রণ জানাবেন নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও।

এছাড়াও বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনতেও দারুণ এক উদ্যোগ নিচ্ছেন গাঙ্গুলি। ২০০০ সালে ভারতের বিপক্ষেই নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। গাঙ্গুলির ইচ্ছে, সেই ম্যাচের দুই দলের খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন আসন্ন ইডেন টেস্টে।

এত সব আয়োজনের মিছিলে সাধারণ দর্শকদের কথা ভোলেনি আয়োজকরা। যাতে মাঠে বসে সহজেই খেলা দেখতে পারে সবাই, সে লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের ইডেন টেস্টের টিকিটের সর্বনি¤œ মূল্য ১০০ থেকে কমিয়ে ৫০ রুপি করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। এ সিদ্ধান্তের ফলে মাঠে দর্শকদের সমাগম বাড়বে বলে বিশ্বাস আয়োজকদের।

টিকিটের মূল্য কমানোর এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে সিএবির অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ের পর। যা নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি আশেক ডালমিয়া। টিকিটের মূল্য কমানোর পর এখন ২০০, ১৫০ ও ১০০ রুপির টিকিট এখন যথাক্রমে ১৫০, ১০০ ও ৫০ রুপিতে কিনতে পারবেন সাধারণ দর্শকরা।
ভারত সফরে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। যার দ্বিতীয়টি হবে ইডেনে, আগামী ২২ নভেম্বর থেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া