adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়াব নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক: বললেন দুর্জয়

নিজস্ব প্রতিবেদক : পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারসহ ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া ক্রিকেটাররা। গতকাল (সোমবার) দুপুরে মিরপুরে বিসিবিতে তারা এই ধর্মঘটের ডাক দেন।

খেলোয়াড়দের প্রথম দাবিটাই ছিল ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বর্তমান কমিটি বাতিল করা।

বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে মেলবন্ধন তৈরি কারী এই সংগঠনটিকে নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক বলে জানিয়েছেন কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। সংব্দামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুর্জয় বলেন, ‘ক্রিকেটাররা আমাদের নিয়ে সন্তুষ্ট না থাকলে আমরা সড়ে দাঁড়াবো। আমরাও ক্রিকেট খেলেছি, তাদের মতো আমরাও দেশের জন্যই খেলেছি।

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে চলমান আন্দোলনের প্রথম দাবিই ছিল কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ। তবে সংগঠনটির সভাপতি দুর্জয় মনে করেন ক্রিকেটারদের সবাই কোয়াব কমিটির পদত্যাগ চাইছে না। কোয়াব গুটি কয়েক খেলোয়াড়ের সংগঠন নয় বলে দাবি করেন দুর্জয়। তিনি বলেন, গতকাল হাতেগোনা কিছু ক্রিকেটার কমিটির পদত্যাগ চেয়েছে। কিন্তু সংগঠনটি কয়েকজনের না। কোয়াব সাবেক বর্তমান সহ সকল ক্রিকেটারের সংগঠন।

পদত্যাগের বিষয়টি দূরে ঠেলে দুর্জয় বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনে নতুন নেতৃত্ব আসতে পারে। চাইলেই পদত্যাগ করা যায় না। উল্লেখ্য, ক্রিকেটার মোশাররফ রুবেলের চিকিৎসার জন্য কোয়াবের অনুরোধেই ১৫ লাখ টাকা দিয়েছে বিসিবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া