adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির আগেই ৭০০ গোলের ক্লাবে রোনালদো!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগ-কাপে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ এখন অতীত। তবে বিশ্ব ফুটবলে সেরা হওয়ার,পুরস্কার অর্জনের,আয় উপার্জনের কিংবা গোলের লড়াই এখনও তাদের মধ্যে চলমান। তেমনই এক লড়াইয়ে এবার ছোট ম্যাজিসিয়ানকে ছাড়িয়ে যাচ্ছেন সিআর সেভেন। মেসির আগেই ৭০০ গোলের ক্লাবে ঢুকছেন তিনি।

এরই মধ্যে ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক টপকে গেছেন মেসি-রোনালদো। এখন আর্জেন্টাইন জাদুকরের মোট গোল সংখ্যা ৬৭২ (নিজ দেশ ও ক্লাবের হয়ে)। আর পর্তুগিজ যুবরাজের ৬৯৯। গতকাল রাতে পর্তুগালের হয়ে লুক্সেমবার্গের বিপক্ষে দর্শনীয় চিপে গোল করে এখানে ওঠেন তিনি। তবে সাত শতকের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

তবে যে ফর্মে আছেন সেটা ছুঁতে বেশি সময় লাগবে না রোনালদোর। পর্তুগালের হয়ে সবশেষ ৩ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। আগামী সোমবার ইউক্রেনের মুখোমুখি হবেন পর্তুগিজরা। ভক্তদের প্রত্যাশা, আসন্ন ম্যাচেই সেভেন হান্ড্রেডের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

এ কীর্তি গড়তে পারলে রোনালদো ঢুকে যাবেন ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের সংক্ষিপ্ত তালিকায়। পঞ্চম ফুটবলার হিসেবে ৭০০ গোল করার নজির গড়বেন তিনি।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল অস্ট্রেলিয়ার জোসেফ বিস্কানের। ৮০৫ গোল নিয়ে সবার উপরে আছেন তিনি। ৭৭৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। তৃতীয় স্থানে আছেন তারই স্বদেশী রোমারিও। এ ব্রাজিলিয়ানের গোল সংখ্যা ৭৪৮। চতুর্থ স্থানে রয়েছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। তার গোল সংখ্যা ৭০৯।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া