adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শুধু তৈরি পোশাক নয়, জ্ঞানভিত্তিক শিল্পসমৃদ্ধ সমাজ গড়ছে বাংলাদেশ’

ডেস্ক রিপাের্ট : শুধু তৈরি পোশাক শিল্প নয়, জ্ঞানভিত্তিক শিল্পসমৃদ্ধ সমাজ গঠনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকনোমিক সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বিনিয়োগের যথেষ্ট ভালো পরিবেশ সরকার নীতিগতভাবে নিশ্চিত করেছে জানিয়ে, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন আর অগ্রগতিতে যখন বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে লাল-সবুজের বাংলায়, তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ইন্ডিয়া ইকনোমিক সামিটে এবার প্রধান অতিথি সরকার প্রধান শেখ হাসিনা।

নয়াদিল্লীর তাজ প্যালেস হোটেলে এই আয়োজনে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নীতিনির্ধারণী পর্যায়ের বিশেষ এই বৈঠকে ঘুরে ফিরে আসে বাংলাদেশের বিভিন্ন সূচকে অগ্রগতির প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, মানুষের আত্মবিশ্বাস আর সরকারের নীতিগত অবস্থানই বদলে দিচ্ছে বাংলাদেশের আর্থ-সামাজিক চিত্র।

বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগের সব ক্ষেত্র প্রস্তুত রেখেছে ব্যবসায়ীদের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের প্রত্যেকটা গ্রামকে এমনভাবে উন্নত করছি যাতে গ্রামের প্রত্যেক নাগরিক শহরের মতো সুযোগ সুবিধা পায়। তাদের অধিকাংশই হবে তরুণ, উদ্যমী এবং প্রযুক্তিজ্ঞান সম্পন্ন।

এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১০টায় পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি। এ সময়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান বঙ্গবন্ধুকন্যাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া