adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরটিভির নতুন ধারাবাহিক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’

বিনােদন ডেস্ক : জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’। আশরাফুল চনচলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। আসছে ৫ অক্টোবর শনিবার থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি।

‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’ ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে একটি মফস্বল শহরের পাড়ার মোড়ে গড়ে ওঠা একটি লন্ড্রির দোকানকে কেন্দ্র করে। মালিক হোসেন মাহমুদ। তিনি একজন ভালো সংগীতশিল্পী, মুক্তমনের মানুষ। উপজেলা চত্বরে একটি গানের স্কুল আছে, সেই স্কুলের অধ্যক্ষ তিনি। আড্ডা প্রিয় মানুষটি অলসতা আর সরলতার কারণে কোনও কিছু করতে না পেরে লন্ড্রির দোকান নিয়ে বসেছেন এই আশায় জীবিকাও চলবে, সঙ্গে আড্ডাও।

হোসেন ভাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তার দোকান হয়ে উঠেছে এলাকার কিছু অন্যরকম মানুষের আড্ডাস্থল। এই অন্যরকম মানুষগুলোই নাটকে হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন। হোসেন ভাইয়ের দোকান ও সেই দোকানে আড্ডা দিতে আসা অন্যরকম মানুষগুলোর জীবনাচরণ ও অভিজ্ঞতাকে নিয়েই ধারাবাহিকটি হয়ে ওঠে দ্বন্দ্ব, সংঘর্ষ, আশা, হতাশা, উৎসাহ, প্রেম, প্রত্যাশা ও বেঁচে থাকার গল্প।
অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুল, তারিক স্বপন, সাদিকা ইয়াসমিন শান্তনা, রিফাত জাহান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া