adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানিতে ভাসছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক : টানা ঘণ্টা দু-একের ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। জলমগ্ন সড়কে ব্যাহত হয় যান চলাচল, যাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে এই বৃষ্টির পর রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট, মতিঝিল, জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, কারওয়ান বাজার, তেজগাঁ, মগবাজার, মালিবাগ, মহাখালীসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে যায়।

বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় থেমে থেমে চলছে বিভিন্ন যানবাহন। এতে করে নগরীর জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর এবং অন্যদিকে হাই কোর্ট এলাকা হয়ে শাহবাগের দিকে যানজট তৈরি হয়েছে।

বৃষ্টির পর শাহবাগ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার হয়ে ফার্মগেটের রাস্তায়।

ফার্মগেট-কারওয়ান বাজার সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে যায়। অনেক যান-বাহন বিকল হয়ে রাস্তার দাঁড়িয়ে থাকায় প্রতিবন্ধকতা আরও বৃদ্ধি পায়। এদিকে, রাস্তায় পানি জমে থাকায় দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রীরা বাস ও গাড়ি থেকে নেমে হেঁটেও গন্তব্যে যেতে পারছিলেন না।

অন্যদিকে পানিতে রাস্তা ডুবে যাওয়ায় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত বিভিন্ন স্থানে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও গাড়ি আটকে থাকতে দেখা যায়।

শুধু প্রধান সড়কগুলোই নয়, ফকিরাপুল, আরামবাগ, কালভার্ট রোড এলাকার অলিগলি এবং বিভিন্ন বাসা-বাড়িতেও পানি উঠেছে।

শান্তিনগর বাজারের সামনের সড়কও পানিতে তলিয়ে গেছে। মগবাজারের পেয়ারাবাগ এলাকার গলিতেও পানি জমে বাসা-বাড়িতে ঢুকেছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকাতেও।

মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কেও পানি জমে যাওয়ায় আমতলী থেকে গুলশান ১ নম্বর যাওয়ার পথে তীব্র যানজট দেখা দেয়।

জলাবদ্ধতা তৈরি হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়ও। ওই এলাকা থেকে বের হওয়ার মূল সড়কে পানিতে আটকে গেছে যানবাহন। মূল রাস্তার পাশের রাস্তাতেও পানি জমে গেছে। বনানী এলাকাতেও বৃষ্টির পর পানি জমে থাকতে দেখা গেছে।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পুরো সচিবালয় এলাকা, কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এতে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের ভেতরও পানি জমে থাকতে দেখা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া