adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শুটার সাবরিনা গুরুতর অসুস্থ, প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক :কমনওয়েলথ গেমস আর সাফ গেমসে সোনা জয়ী বাংলাদেশ দলের সাবেক শুটার সাবরিনা সুলতানা গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। যার জন্য অনেক টাকার প্রয়োজন।

দেশের স্বনামধন্য এই শুটার মেরুদ-ের সমস্যাজনিত রোগ নিউরোমাইলেটিস অপটিকাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অবস্থা এতটাই খারাপ যে, শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, দ্রুত এর চিকিৎসা শুরু না করলে পঙ্গু হয়ে যেতে পারেন তিনি। বর্তমানে সাবরিনা বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ কোরায়েশীর তত্ত্ববধানে চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। গত মঙ্গলবার বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা খ্যাতিমান এই শুটারের স্বামী সাইফুল আলম (রিংকি) -এর হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন এবং তার শারীরিক সুস্থতা কামনা করেন।

তার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার প্রয়োজন। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন সাবরিনা। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী আরেক সোনা জয়ী শুটার সাইফুল আলম রিংকি।

খেলোয়াড়ী জীবনে রাইফেল হাতে শুটিংয়ের অনেকগুলো ইভেন্টে অংশ নিয়েছেন সাবরিনা। বিভিন্ন প্রতিকুলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজয় ছিনিয়ে এনে দেশকে করেছেন গর্বিত। এবার বেঁচে থাকার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দেশের এই কৃতিমান সাবেক শুটার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া